কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা

 পাকুন্দিয়া সংবাদদাতা | ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ১০:৫৩ | নারী 


জীবন-সংগ্রামে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রাখায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তাদের এ সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।

এসময় জয়িতারা অশ্রুসিক্ত কণ্ঠে তাদের জীবন-সংগ্রামের কথা জানান অনুষ্ঠানে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, সাবেক ভাইস-চেয়ারম্যান জাহানারা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক প্রমুখ।

সংবর্ধিত পাঁচ জয়িতা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে উপজেলার চরখামা গ্রামের শাহানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে চরকুর্শা গ্রামের ছামিরা বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে মাহমুদা জেসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে চিলাকাড়া গ্রামের মদিনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে ছয়চির গ্রামের রোমা আক্তার।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর