কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রাইভেট কার ভর্তি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, ১২:৪৫ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রাইভেট কার ভর্তি ৫০ কেজি গাঁজাসহ মো. ছিফত আলী (৪০), আ. রহিম (৩৫) ও মো. আলম খান (৩২) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাদক ব্যবসায়ীর দলটি প্রাইভেট কারে করে গাঁজা পাচারের সময় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা বাজার এলাকায় র‌্যাবের তল্লাসির মুখে পড়ে আটক হয়।

আটক হওয়া তিন মাদক ব্যবসায়ীর মধ্যে মো. ছিফত আলী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে, আ. রহিম একই উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মুস্তু মিয়ার ছেলে এবং মো. আলম খান জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, মাদক ব্যবসায়ী চক্রটি দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের জেলাগুলোতে পাইকারী/খুচরা মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা বাজার এলাকায় তল্লাসি চৌকি বসিয়ে একটি প্রাইভেট কার আটক করে।

এ সময় প্রাইভেট কারটিতে তল্লাসি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী মো. ছিফত আলী, আ. রহিম ও মো. আলম খান (ড্রাইভার) কে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর