কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর 'বিনা পয়সায় শীতবস্ত্র মেলা'

 স্টাফ রিপোর্টার | ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৪৭ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জে দরিদ্র ও অনগ্রসর পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে হাওরের মিঠামইন উপজেলার মহিষারকান্দিতে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ উপলক্ষে আয়োজিত 'বিনা পয়সায় শীতবস্ত্র মেলা' থেকে শিশু-নারীসহ সব বয়সীদের মাঝে প্রায় চার শতাধিক জ্যাকেট, সোয়েটার, গেঞ্জিসহ বিভিন্ন শীতের কাপড় বিতরণ করা হয়।

এ সময় শীতার্তরা নিজেদের পছন্দমতো শীতের কাপড় সংগ্রহ করেন।

এদিকে নিজেদের পছন্দমতো শীতবস্ত্র পেয়ে খুশি সকলেই। তারা এ রকম আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেলা থেকে শীতের কাপড় সংগ্রহকারী সাদির মিয়া জানান, আমাদের কিশোরগঞ্জের ফুলাফান এরহম মেলা করছে। খুব বালা হইছে। আমি আমার লাইজ্ঞা ও নাতির লাইগা কাপর নিসি। আমি খুশি।

পঞ্চম শ্রেণির ছাত্র রনি জানায়, আমি আমার জন্য, আমার ছোট ভাইয়ার জন্য পছন্দমতো ফ্রি কাপড় পাইছি।

বিনা পয়সায় শীতবস্ত্র মেলায় কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর মোজাহিদুল ইসলাম, তরুণ সাংবাদিক মাহমুদুল হাসান, উমর নাসিফ, ফুয়াদ আল মেহেদি, আবু সুফিয়ান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা মোজাহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এ বছর আমরা একটু ব্যতিক্রম করে শীতবস্ত্র দেয়ার লক্ষ্য নিয়ে বিনা পয়সায় শীতবস্ত্র মেলার আয়োজন করি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পেয়েছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর