কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বন্ধঘোষিত কেন্দ্রের ভোট ৩০ ডিসেম্বর

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২২ ডিসেম্বর ২০২১, বুধবার, ৫:১৯ | কিশোরগঞ্জ সদর 


তৃতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলার ইউপি নির্বাচনে বন্ধঘোষিত একটি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার)। কেন্দ্রটি হচ্ছে, সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান, ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং ৩নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনের ফলাফল ঝুলে রয়েছে।

লতিবাবাদ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আ. রাজ্জাক (চশমা) ৫ হাজার ৫৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

৪ হাজার ২০৯ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম (অটোরিক্সা)।

এখানে আওয়ামী লীগ প্রার্থী শরীফ আহমেদ খান এর বর্তমান অবস্থান তৃতীয়। তিনি পেয়েছেন ১৯৩৭ ভোট।

বন্ধঘোষিত কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৮১৭ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধঘোষিত কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ আর খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর