কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডা. শহীদুল্লাহ-জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার, ৮:২৭ | সংগঠন সংবাদ 


'আর্ত মানবতার সেবায়' এই স্লোগানকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ডা. শহীদুল্লাহ-জাহানারা ফাউন্ডেশন (রেজিঃ-১০০২)।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী আশুতিয়া গুচ্ছ গ্রাম, পাটুয়াভাঙ্গা দিঘাবিল গুচ্ছগ্রাম ও ডেল্টা ফার্মা লি. সংলগ্ন গুচ্ছ গ্রামে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. মো. শহীদুল্লাহ নিজ হাতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

ফাউন্ডেশনের ক্যাশিয়ার আব্দুল মোমেন জানান, প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে ডা. শহীদুল্লাহ-জাহানারা ফাউন্ডেশন।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিধবা ও অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার মতো মানবিক কাজ করছে এই ফাউন্ডেশন।

এছাড়া ফাউন্ডেশন থেকে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বহন, রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ মাদরাসা ও এতিমখানায় বিশেষ অনুদান দেয়া হয়ে থাকে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর