কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জস্থ কেন্দুয়া কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

 এম এ আকবর খন্দকার | ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার, ১১:৪১ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জস্থ কেন্দুয়া কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্বর) জেলা শহরের রথখলা এলাকার হোটেল ধানসিঁড়ি ফুড প্যালেসে দিনব্যাপী অনুষ্ঠানসূচির আয়োজন করা হয়।

দিনের প্রথমার্ধে কেন্দুয়া সমিতির প্রয়াত  উপদেষ্টা গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক  প্রাণেশ কুমার চৌধুরীর কর্মময় জীবনের উপর আলোচনা ও তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে দিবসের ১ম কর্মসূচি শেষ হয়।

কেন্দুয়া সমিতির সভাপতি এডভোকেট হামিদা বেগমের সভাপতিত্বে ২য় পর্বের শুরুতে কেন্দুয়া  সমিতির বার্ষিক প্রতিবেদন ও জেলা সমাজ সেবা কর্তৃক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির  সাধারণ সম্পাদক সুব্রত দত্ত সুমন।

যুগ পূর্তি এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সদস্য কবীর উদ্দিন মিল্কী, ডা. লুৎফর রহমান খান, মজিবুর রহমান, আশীষ কুমার উকিল, শফিকুল আলম, নাজমুন্নাহার আহমেদ, ওয়াহিদুজ্জামান বাবুল, সদস্য হাফেজ মাওলানা আ. কাইয়ুম, রুহুল আমিন প্রমুখ।

আলোচনা শেষে বিগত কমিটির কর্মকাণ্ডে সাংগঠনিক স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণে সর্বসম্মতিক্রমে পুনরায় এডভোকেট হামিদা বেগমকে সভাপতি, সুব্রত দত্ত সুমনকে সাধারণ সম্পাদক ও  জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর