কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ

 পাকুন্দিয়া সংবাদদাতা | ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার, ৮:২৫ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে।

সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উমর ফারুক নামে একজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কম্বাইন হারভেস্টারের চাবি কৃষক উমর ফারুকের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম, মোশরফ হোসেন ও হামিমুল হক সোহাগ, পৌর কাউন্সিলর মো. আসাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টারে শ্রমিক ঘাটতি কমানো, দ্রুত ধান কেটে ঘরে তোলা যায়। এটি ঘণ্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে কম সময়ে ও খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে।

কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩১ লক্ষ টাকা যা সরকারি ভাবে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষকদের ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় দেওয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর