কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শপথ নিলেন কিশোরগঞ্জের তিন উপজেলার নবনির্বাচিত ২৯ চেয়ারম্যান

 স্টাফ রিপোর্টার | ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১২:০৫ | বিশেষ সংবাদ 


দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ, তাড়াইল ও বাজিতপুর এই তিন উপজেলার ২৯টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন এবং বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।

করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ হচ্ছেন, গুজাদিয়া ইউনিয়নে সৈয়দ মাসুদ, বারঘরিয়ায় কামরুল আহসান কাঞ্চন, নিয়ামতপুরে মো. হেলিম, গুনধর ইউনিয়নে আবু সায়েম রাসেল, জাফরাবাদে আবু সাদাৎ মো. সায়েম, কিরাটন ইউনিয়নে রফিকুল ইসলাম, কাদিরজঙ্গল ইউনিয়নে আরিফ উদ্দিন কনক, দেহুন্দায় এম এ হানিফ, জয়কা ইউনিয়নে হুমায়ুন কবির, নোয়াবাদে মোস্তফা কামাল এবং সুতারপাড়া ইউনিয়নে কামাল হোসেন।

তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ হচ্ছেন, রাউতি ইউপিতে মো. ইকবাল হোসেন তারিক, ধলা ইউপিতে মো. আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউপিতে এ.কে. মাইনুজ্জামান নবাব, জাওয়ার ইউপিতে মো. ইমদাদুল হক রতন, দিগদাইড় ইউপিতে মো. আশরাফ উদ্দিন ভুঞা আসাদ, তাড়াইল-সাচাইল ইউপিতে মো. সাঈম দাদ খান নওশাদ এবং তালজাঙ্গা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আবু জাহেদ ভূঞা।

বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ হচ্ছেন, হুমাইপুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, সরারচর ইউনিয়নে হাবিবুর রহমান স্বপন, হিলচিয়া ইউনিয়নে মাজহারুল হক নাহিদ, দিঘীরপাড় ইউনিয়নে মো. আব্দুল কাইয়ুম, পিরিজপুর ইউনিয়নে জাফর ইকবাল জুয়েল, গাজিরচর ইউনিয়নে মো. জুয়েল মিয়া, কৈলাগ ইউনিয়নে মো. কায়সার-এ-হাবিব, বলিয়ার্দী ইউনিয়নে মো. আবুলকাশেম, হালিমপুর ইউনিয়নে মো. ওমর ফারুক রাসেল এবং মাইজচর ইউনিয়নে মো. তাবারক মিয়াজী।

উপজেলাভিত্তিক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাজিতপুর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা নূর হোসেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মুর্শেদা খাতুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর