কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরের আওয়ামী লীগের এক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ৩:১২ | হোসেনপুর 


চতুর্থ দফায় কিশোরগঞ্জের হোসেনপুরে রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী হওয়া তিনজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী একজন, বিএনপির স্বতন্ত্র একজন এবং জাতীয় পার্টির স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছে।

আওয়ামী লীগ মনোনীত বিজয়ী তিনজন প্রার্থী হচ্ছেন, সিদলা ইউনিয়নে মো. কামরুজ্জামান কাঞ্চন (নৌকা), গোবিন্দপুর ইউনিয়নে মো. সাইদুর রহমান (নৌকা) এবং পুমদী ইউনিয়নে আব্দুল কাইয়ুম (নৌকা)।

স্বতন্ত্র হিসেবে বিজয়ী তিনজন প্রার্থী হচ্ছেন, জিনারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আজহারুল ইসলাম রহিদ (ঘোড়া), আড়াইবাড়িয়া ইউনিয়নে জাতীয় পার্টির স্বতন্ত্র মো. খুর্শিদ উদ্দিন (আনারস) এবং সাহেদল ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র মো. ফিরোজ উদ্দিন (আনারস)।

আওয়ামী লীগের পরাজিত তিনজন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বির অবস্থানে থাকলেও একজন প্রার্থী শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। তিনি জিনারী ইউনিয়নের মো. আ. ছালাম।

নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আ. ছালাম ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫ম হয়েছেন। এছাড়া তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জিনারী ইউনিয়নে মো. আজহারুল ইসলাম রহিদ (ঘোড়া) ৪ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. সালাউদ্দিন হীরা (অটোরিক্সা) ৩ হাজার ১৬৬ ভোট পেয়েছেন।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান সরকার তৃতীয় হয়েছেন। তিনি ৩ হাজার ১৬৩ ভোট পেয়েছেন।

চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম চতুর্থ হয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৪৩৮ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইমতিয়াজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল) ১ হাজার ২৭৪ ভোট পেয়ে ছয়জনের মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, প্রতিটি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জিনারী ইউনিয়নের মোট বৈধ ভোটের সংখ্যা ১৫ হাজার ৪৯৮। সেই হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আ. ছালামের জামানত ঠিক রাখতে ভোটের দরকার ছিল ১ হাজার ৯৩৭ ভোট।

কিন্তু তিনি পেয়েছেন ১ হাজার ৩৫৬ ভোট। জামানত রাখার জন্য প্রয়োজনের চেয়ে ৫৮১ ভোট তিনি কম পেয়েছেন।

এ ইউনিয়নে সর্বশেষ অবস্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী মো. ইমতিয়াজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল) এরও জামানত বাজেয়াপ্ত হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর