কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শিক্ষাজীবনের কোন সময় মাদকের মামলা হলে সরকারি চাকরি হবে না

 স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ৪:২০ | বিশেষ সংবাদ 


করোনাকালে কিশোরগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। এর ফলে সামাজিকভাবে বিভিন্ন অপরাধ প্রবণতাও বেড়েছে। ফলে স্থানীয় গণমাধ্যমে মাদক একটি কমন সংবাদে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছে।

শিক্ষাজীবনের কোন সময় মাদকের মামলা হলে সরকারি চাকরি হবে না। এছাড়া চাকরির ক্ষেত্রে এখন ডোপ টেস্টের ব্যবস্থা রাখা হচ্ছে। এ পরিস্থিতিতে মাদকের ভয়াবহ ছোবল থেকে রেহাই পেতে পরিবার থেকেই উদ্যোগ নিতে হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গণশুনানিতে আলোচকগণ এ অভিমত তুলে ধরেন। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় জেলা প্রশাসন এ গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ এবং জুম অ্যাপে অংশগ্রহণকারীরা মাদক ছাড়াও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম ও হয়রানি, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে বিড়ম্বনা, জমি রেজিস্ট্রেশনে দলিল লিখকদের খেয়ালখুশিমতো ফি আদায়, সরকারি বিভিন্ন ভাতার সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া, তথ্য অধিকার আইনের প্রচারণা ইত্যাদি সরকারি সেবার বিষয়ে প্রশ্ন ও অভিজ্ঞতা তুলে ধরেন।

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার।

ফোরাম সেক্রেটারি মীর আশরাফ উদ্দিনের সঞ্চালনায় গণশুনানিতে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. শামছুল হক, জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেব, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. সুফি উদ্দিন, ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্মস ফর ডায়লগ প্রকল্পের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মো. নূরে আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রতিনিধি অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর