কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নবনির্বাচিত ২২ ইউপি চেয়ারম্যানের শপথ

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৩ জানুয়ারি ২০২২, সোমবার, ৭:১০ | বিশেষ সংবাদ 


তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর এই তিন উপজেলার ২২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন, নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন এবং কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।

উপজেলাভিত্তিক নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঁইয়া জনি, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, নিকলী উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

শপথগ্রহণকারী ইউপি চেয়ারম্যানগণ হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউপির মো. আওলাদ হোসেন, যশোদল ইউপির ইমতিয়াজ সুলতান রাজন, বিন্নাটি ইউপির মো. শফিকুল ইসলাম, মারিয়া ইউপির মো. মুজিবুর রহমান হলুদ, কর্শাকড়িয়াইল ইউপির মো. বদর উদ্দিন, মহিনন্দ ইউপির মো. লিয়াকত আলী, রশিদাবাদ ইউপির জহিরুল ইসলাম জুয়েল, দানাপাটুলী ইউপির মো. মাসুদ মিয়া, চৌদ্দশত ইউপির মো. আতাহার আলী ও মাইজখাপন ইউপির আবুল কালাম আজাদ তারু।

নিকলী উপজেলার সিংপুর ইউপির মোহাম্মদ আলী, দামপাড়া ইউপির আলহাজ মো. আনোয়ার হোসেন, কারপাশা ইউপির তাকি আমান খান, নিকলী সদর ইউপির কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, জারইতলা ইউপির মো. আজমল হোসেন আফরোজ, গুরুই ইউপির মো. তোতা মিয়া ও ছাতিরচর ইউপির মো. শামসুজ্জামান চৌধুরী ওরফে ইয়ার খান।

কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপির মো. এনামুল হক আবু বাক্কার, উছমানপুর ইউপির মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউপির মুহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউপির মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুর ইউপির আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ।

ভিডিও:


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর