কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তির চলে যাওয়া কাঁদাচ্ছে সবাইকে

 স্টাফ রিপোর্টার | ৩০ জানুয়ারি ২০২২, রবিবার, ১২:১৮ | বিশেষ সংবাদ 


ফারজানা আক্তার মুক্তি (২১)। কিশোরগঞ্জ জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাউন্টিং বিভাগের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিল উচ্ছ্বল এই তরুণী।

কিন্তু অকস্মাৎ এক ঝড়ে থেমে গেছে সবকিছু! ড্রাইভিং শিখতে গিয়ে বাসের সাথে ট্রেনিং কারের মুখোমুখি সংঘর্ষে অকালেই ঝরে গেছে সম্ভাবনাময় এই তরুণী।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফারজানা আক্তার মুক্তি কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল শ্রীধরখিলা এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিন খানের মেয়ে।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ট্রেনিং কারটি চালানোর সময় ফারজানা আক্তার মুক্তি দুর্ঘটনায় পতিত হন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, কিশোরগঞ্জগামী একটি বাস বিপরীত দিক থেকে ট্রেনিং কারটিকে ধাক্কা দিলে সেটি পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফারজানা আক্তার মুক্তি মারা যান।

এদিকে ফারজানা আক্তার মুক্তির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও বন্ধুমহলে। কাঁদছে তার সহপাঠীসহ সবাই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর