কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ার ৯ ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ১০:০৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নয়টি ইউনিয়নে সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের দ্বৈরথে এগিয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং পাঁচটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হচ্ছেন, চরফরাদী ইউনিয়নে আবদুল মান্নান, এগারসিন্দুর ইউনিয়নে নূরু জ্জামান মিয়া বাবু, হোসেন্দী ইউনিয়নে মুহাম্মদ হাদিউল ইসলাম এবং সুখিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন, জাঙ্গালিয়া ইউনিয়নে বুলবুল আহমেদ, বুরুদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল, নারান্দী ইউনিয়নে মো. মুছলেহ উদ্দিন, চন্ডিপাশা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শামছু উদ্দিন এবং পাটুয়াভাঙ্গা ইউনিয়নে এমদাদুল হক জুটন।

জাঙ্গালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহমেদ (মোটর সাইকেল) ৫৩৯৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুছ ছাত্তার (ঘোড়া) পেয়েছেন ৩৪৮৪ ভোট।

এখানে ৩৪৫৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সরকার শামীম আহম্মদ (নৌকা)।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী শাহীন আলম জনী (চশমা) ২৫৮৯ ভোট, একেএম ফজলুল হক বাচ্চু (আনারস) ১০১৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. রফিকুল ইসলাম (হাত পাখা) ৫০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী ফরহাদ আহমেদ আপন (অটোরিক্সা) ৩০৩ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী হাজী আ. আওয়াল ভূঁইয়া (লাঙ্গল) ৬৮ ভোট পেয়েছেন।

চরফরাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী আবদুল মান্নান (নৌকা) পেয়েছেন ৬৮৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মো. কামাল উদ্দীন (মোটর সাইকেল) পেয়েছেন ২৭৭০ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন (আনারস) ১৮১৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. মজিবুর রহমান (হাতপাখা) ৫৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম মানিক (চশমা) ৪১৫ ভোট পেয়েছেন।

এগারসিন্দুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী নূরু জ্জামান মিয়া বাবু (নৌকা) পেয়েছেন ৫৩৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান (মোটর সাইকেল) ৪৫৮১ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. বজলুল করিম বাবুল (আনারস) ৩৬৭২ ভোট, মোহাম্মদ শাহাব উদ্দিন (ঘোড়া) ৩৪৯৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. রায়হান মিয়া (হাতপাখা) ৩১৪ ভোট পেয়েছেন।

বুরুদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বুরুদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল (ঘোড়া) ৩৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তফা কামাল আকন্দ (চশমা) পেয়েছেন ৩৫৫৪ ভোট।

এখানে ৩৩০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুর রহমান (নৌকা)।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজজামান (আনারস) ২৯৬০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জয়নাল আবেদিন (হাতপাখা) ৩১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মতিউর রহমান (লাঙ্গল) ৬১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. রজব আলী (মোটর সাইকেল) ৪০ ভোট পেয়েছেন।

পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস) পেয়েছেন ৭০৬৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আসাদ (টেবিল ফ্যান) ২৩৫২ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. আরফান উদ্দিন (চশমা) ২১৮৩ ভোট, মো. জালাল উদ্দিন বাচ্চু (ঘোড়া) ১৮৬৮ ভোট, মো. আ. মান্নান মনাক (অটোরিক্সা) ১৮১৯ ভোট, আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন (নৌকা) ১৭৬৫ ভোট ও মো. মাছুম মিয়া (মোটর সাইকেল) ১২৮ ভোট পেয়েছেন।

নারান্দী ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মুছলেহ উদ্দিন (আনারস) পেয়েছেন ৪৬৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (নৌকা) ৪৬৬৭ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (চশমা) ৫২৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আরিফ হোসেন ভূঞা (হাতপাখা) ১৭২ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ প্রার্থী মো. আজিজুল রহমান তপন (মশাল) ১০০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক সাজু (অটোরিক্সা) ৩৪ ভোট পেয়েছেন।

হোসেন্দী ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী মুহাম্মদ হাদিউল ইসলাম হাদি (নৌকা) পেয়েছেন ২৭৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নাজমুল কবির (ঘোড়া) ১৯৭০ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. মানসুরুল হক (চশমা) ১২৩৪ ভোট, বর্তমান চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ (আনারস) ৬৩২ ভোট এবং মো. মহিববুল্লাহ আল মাহদী (মোটর সাইকেল) ১০৭ ভোট পেয়েছেন।

চন্ডিপাশা ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শামছু উদ্দিন (আনারস) পেয়েছেন ৫৪১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. মঈন উদ্দিন (নৌকা) ৪৪৪৪ ভোট পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. বোরহান আহমদ আপন (মোটর সাইকেল) ২৫৩৬ ভোট, মো. জিল্লুর রহমান (ঘোড়া) ২৩৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. নূরুল ইসলাম (হাতপাখা) ২৩৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা (চশমা) ৫৪ ভোট পেয়েছেন।

সুখিয়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু (নৌকা) পয়েছেন ৬৫৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক তোতা (আনারস) ৪২৭৬ ভোট পেয়েছেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. রফিকুল ইসলাম (হাতপাখা) ২৮২ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. নূরুল ইসলাম (লাঙ্গল) ১৪৬ ভোট পেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর