কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার, ৭:৪২ | অপরাধ 


কিশোরগঞ্জের মিঠামইনে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই হাজার ৯২০ টাকাসহ মো. সানোয়ার হোসেন (৩৮) ও মো. আব্দুর রহিম (৩২) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইন উপজেলার নতুন বেরিবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাদের আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. সানোয়ার হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটারআওয়ার গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং মো. আব্দুর রহিম একই ইউনিয়নের ইকরবলী গ্রামের দুলাল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ নিউজকে জানান, মো. সানোয়ার হোসেন ও মো. আব্দুর রহিম উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মিঠামইন উপজেলার নতুন বেরিবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ দুই হাজার ৯২০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন ও মো. আব্দুর রহিমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়েই দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান কিশোরগঞ্জ নিউজকে জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর