কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবির বিক্ষোভ মিছিল

 স্টাফ রিপোর্টার | ১৬ ফেব্রুয়ারি ২০২২, বুধবার, ৪:০৬ | কিশোরগঞ্জ সদর 


গ্যাস-বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করে ‘দাম কমাও- জান বাঁচাও’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ সদরের উদ্যোগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা সিপিবি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরানথানায় পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা সিপিবির সভাপতি আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বিএসসি প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, পণ্যের দাম বাড়লেও মানুষের আয় বাড়েনি। তাই পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে। আয়ের সঙ্গে খরচের ভারসাম্য রাখতে গিয়ে এসব লোকজনের প্রতিদিনের বাজার তালিকা কাটছাঁট করতে হচ্ছে। ব্যয় এতই বেড়েছে যে জীবন চালানো দায় হয়ে পড়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর