কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মদন গ্রামে মদন অনির্বাণ যুব ক্লাবের উদ্যোগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
রাত আটটায় মদন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুখছেদুল মমিন সবুজ।
এ সময় অনির্বাণ যুব ক্লাবের সভাপতি এনায়েত কবির, সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে বন্ধু একাদশ বনাম রাজু-রাকিব একাদশ।
ম্যাচে বন্ধু একাদশ চার রানে বিজয়ী হয়।
টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন বিরতিহীন খেলা চলবে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভূইয়া একাদশ বনাম এন এ স্টার ক্রিকেট একাদশের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।