কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আন্তর্জাতিক নারী দিবসে কিশোরগঞ্জে ডিপিএফ এর আলোচনা

 স্টাফ রিপোর্টার | ৮ মার্চ ২০২২, মঙ্গলবার, ৭:০৭ | বিশেষ সংবাদ 


নানা আয়োজনে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) বিকালে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) কিশোরগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কিশোরগঞ্জের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদ ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন।

আলোচনা সভা সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম কিশোরগঞ্জের সম্পাদক মীর আশরাফ উদ্দিন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিএফ সদস্য চন্দ্রা রানী সরকার।

এতে অন্যদের মধ্যে ব্রিটিশ কাউন্সিলের প্লাটফর্মস ফর ডায়লগ প্রকল্পের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মো. নূরে আলম, সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছা. মাছুমা আক্তার, সংরক্ষিত পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, জেলা মহিলা সংস্থার সদস্য সালমা হক, মানবাধিকারকর্মী এডভোকেট হামিদা বেগম, নারীনেত্রী হাফসা আফরিন, প্রধান শিক্ষক অঞ্জলী রানী দাস প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রতিনিধি ছাড়াও জুম অনলাইন প্লাটফরমে নারীনেত্রী ও ডিপিএফ সদস্যরা অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর