কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কাটা, দোয়া ও বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর অনিল চন্দ্র সাহা আনুষ্ঠানিকভাবে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, একেএম মাহবুবুল আলম, মুনীর আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদর ডীন প্রফেসর মো. আরজ আলী, আইন অনুষদের ডীন রফিকুল আলম, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার চৌধুরী খায়রুল হাসান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ কেক কাটায় অংশ নেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জার আয়োজন করা হয়।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জ জেলা শহরে প্রতিষ্ঠিত ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ গৌরবের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।