কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে টিসিবির পণ্য পাবেন ৩১ হাজার ২৩৫ জন

 স্টাফ রিপোর্টার | ২০ মার্চ ২০২২, রবিবার, ১২:২৫ | করিমগঞ্জ  


কোভিড পরিস্থিতি ও নিত‌্য প্রয়োজনীয় জি‌নিসপত্রের দাম বে‌ড়ে যাওয়ার প‌রি‌প্রেক্ষি‌তে ‌নিম্ন আ‌য়ের মানু‌ষের ম‌ধ্যে সারা দে‌শের ম‌তো কি‌শোরগ‌ঞ্জের ক‌রিমগ‌ঞ্জেও রোববার (২০ মার্চ) টি‌সি‌বির পণ্য বি‌ক্রির কার্যক্রম শুরু হ‌চ্ছে।

ক‌রিমগ‌ঞ্জে ৩১ হাজার ২৩৫ জনকে টি‌সি‌বির পণ্য দেওয়া হ‌বে। প্রথম দিনে পৌরসভা ও ছয়টি ইউ‌নিয়‌নের মোট সাত‌টি স্পট থে‌কে পণ্যগু‌লো দেওয়া হ‌বে।

করিমগঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন।

শনিবার (১৯ মার্চ) দুপুরে করিমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপ‌জেলা পরিষদের চেয়ারম‌্যান না‌সিরুল ইসলাম খান আওলাদসহ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যানগণ উপ‌স্থিত ছি‌লেন।

সংবাদ সম্মেলনে ইউএনও তসলিমা নূর হোসেন জানান, প্রথম ধা‌পে ২০ মার্চ থে‌কে ৩০ মার্চ ও দ্বিতীয় ধা‌পে ৩ এ‌প্রিল থে‌কে ২০ এ‌প্রিল পর্যায়ক্রমে সব কার্ডধারী‌কে টি‌সি‌বির পণ্যগু‌লো দেওয়া হ‌বে।

প্রথম দি‌নে ‌পৌরসভাসহ ছয়‌টি ইউ‌নিয়‌নের ৭‌টি স্প‌টে ৩৫০০ কার্ডধারী মালামাল পা‌বেন।

প্রথম ধা‌পে দুই কে‌জি চি‌নি, দুই কে‌জি ডাল ও দুই লিটার সয়া‌বিন তেল দেওয়া হ‌বে।

এগু‌লো কার্ডধারীরা ৪৬০ টাকা দি‌য়ে কিন‌বেন। দ্বিতীয় ধা‌পে এগু‌লোর স‌ঙ্গে ছোলা যুক্ত হ‌বে।

সকাল ১০টায় সারা জেলায় একস‌ঙ্গে টি‌সি‌বির কার্যক্রম শুরু হ‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে ইউএনও আ‌রো জানান, মোট সাতজন ডিলা‌রের মাধ‌্যমে প্রতি স্প‌টে প্রথম‌দিন ৫০০ জন কার্ডধারী ক‌রে মোট ৩৫০০ জন‌কে পণ্য দেওয়া হ‌বে। প্রতি‌টি স্প‌টে ইউ‌পি চেয়ারম‌্যান ও একজন কর্মকর্তাসহ ১৬ জ‌নের এক‌টি ক‌মি‌টি টি‌সি‌বির কার্যক্রম তদার‌কি কর‌বে।

এদিকে জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, সারা জেলায় মোট দুই লাখ ৮২ হাজার ৫৭০‌ টি প‌রিবার‌কে টি‌সি‌বির কার্ড দেওয়া হ‌য়ে‌ছে। যা থে‌কে অন্তত ১২ থে‌কে ১৫ লাখ মানুষ সরাস‌রি উপকৃত হ‌বে।

ক‌রিমগঞ্জ উপ‌জেলা প্রশাসন জানায়, রোববার (২০ মার্চ) ক‌রিমগঞ্জ পৌরসভা, কা‌দিরজঙ্গল, গুজা‌দিয়া, কিরাটন, নোয়াবাদ, বারঘ‌রিয়া ও নিয়ামতপুর ইউ‌নিয়‌নে টি‌সি‌বির কার্যক্রম শুরু হ‌চ্ছে। প‌রে অন‌্য ইউ‌নিয়নগু‌লো‌তেও পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু হ‌বে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর