কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অবসরপ্রাপ্ত শিক্ষক রইছ উদ্দিন আর নেই

 স্টাফ রিপোর্টার | ২৮ মার্চ ২০২২, সোমবার, ৩:৩০ | শোক সংবাদ 


কিশোরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর আব্দুল করিমের ভগ্নিপতি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মো. রইছ উদ্দিন ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা শহরের পশ্চিম হারুয়া এলাকার বাসিন্দা মরহুম রইছ উদ্দিনের নামাজে জানাযা সোমবার (২৮ মার্চ) বাদ আছর ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মসজিদসংলগ্ন গোরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

মরহুম রইছ উদ্দিন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর সর্বশেষ ঐতিহাসিক পাগলা মসজিদের নূরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় বাংলা বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন। কয়েক বছর আগে শিক্ষকতা পেশা থেকে তিনি অবসর নেন।

মরহুম রইছ উদ্দিনের একমাত্র ছেলে শহরের একরামপুরের ব্যবসায়ী মাহফুজ ইসলাম রাজন তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর