কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২ এপ্রিল ২০২২, শনিবার, ৮:৩৬ | রাজনীতি 


ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকালে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি'র আহবায়ক হাজী রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ খান সেহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও মো. নাজমুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম, ভৈরব উপজেলা বিএনপি'র আহবায়ক মো. রফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল মিল্লাত, ভৈরব পৌর বিএনপি'র আহবায়ক হাজী মো. শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আরিফুল ইলাম, কুলিয়ারচর পৌর বিএনপি'র সদস্য সচিব শাহাদাত হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হান্নান প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে উপজেলা বিএনপি'র ৪২৬ জন এবং পৌর সভার ৬৩৯ জন ডেলিগেট সদস্যের উপস্থিতিতে নতুন থানা ও পৌর কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান নূরুল মিল্লাত এবং সাধারণ সম্পাদক হিসেবে এম এ হান্নানকে নির্বাচিত করা হয়।

এছাড়া পৌর বিএনপি'র সভাপতি হিসেবে হাজী মো. রফিকুল ইসলাম এবং সাধারণ হিসেবে শাহাদৎ হোসেন শাহ্ আলমকে নির্বাচিত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর