বঙ্গবঙ্গুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু কর্মসূচিতে নেতৃত্ব দেন।
এতে অন্যদের মধ্যে জেলা কৃষক লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, প্রচার সম্পাদক আকবর খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার, অধ্যক্ষ মাহফুজুর রহমান, জহির উদ্দিন শফি, আলমগীর হোসেন, আল মামুন, আফি উদ্দিন আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে কৃষক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।