কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 মিঠামইন সংবাদদাতা | ২৩ এপ্রিল ২০২২, শনিবার, ৭:৩২ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে ৪০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সাইদুর রহমান উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের কবির উদ্দিন ভূঁইয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী এ গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন।

এ ব্যাপারে মিঠামইন থানার এসআই শুক্কুর আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিঠামইন থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী পুলিশ ফোর্স নিয়ে হোসেনপুর গ্রামে অভিযান চালান।

অভিযানে রাত ১টার দিকে সাইদুর রহমানের বাড়ির পশ্চিম পাশের ধানের খলা থেকে ৪০ পিস ইয়াবাসহ সাইদুরকে গ্রেপ্তার করেন।

মাদক ব্যবসায়ী সাইদুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, সাইদুর দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন কৌশলে ইয়াবা সহ অন্যান্য মাদকের ব্যবসা করে আসছিলো। আসামি সাইদুরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর