কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীর সাংস্কৃতিক অঙ্গণের প্রিয়মুখ শামছুজ্জামান সেলিম আর নেই

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার, ৮:১২ | শোক সংবাদ 


কিশোরগঞ্জের কটিয়াদীর সাংস্কৃতিক অঙ্গণের উজ্জ্বল নক্ষত্র, কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব, সুকুমার রায় আবৃত্তি পরিষদের সভাপতি, দীপশিখা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উপদেষ্টা, ২০১৬-১৭ সনে আবৃত্তি ক্যাটাগরিতে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত, ডা. আবদুল মান্নান মহিলা কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক শামছুজ্জামান সেলিম (৫৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে তিনি অসুস্থ বোধ করলে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অবস্থার অবনিত হলে তাঁকে দ্রুত কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে রাতেই ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

তিনি কটিয়াদী পশ্চিমপাড়া মহল্লার মরহুম মো. সামছুদ্দোহা সাহেবের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) বাদ আছর কটিয়াদী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের সভাপতি ডা. মাজাহারুল মান্নান পার্থ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব সাবেক কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার আকতারুন নেছা জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, যুগ্ম কর কমিশনার নাসেরুজ্জামান প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর