কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আপনার প্রত্যাশার কথা জানতে চায় কিশোরগঞ্জ নিউজ

 স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২২, শুক্রবার, ৮:১০ | সম্পাদকের বাছাই  


‘কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা’ এই স্লোগান নিয়ে ২০১৭ সালের পহেলা জুন যাত্রা শুরু করে কিশোরগঞ্জভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘কিশোরগঞ্জ নিউজ’। সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি-প্রগতি আর উজান-ভাটির সমৃদ্ধ জনপদ কিশোরগঞ্জের শেকড়সংলগ্ন মানুষের মুখপত্র হয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় এর যাত্রা।

এই লক্ষ্য নিয়েই নানা চড়াই-উতরাই আর সীমাবদ্ধতা পেরিয়ে কিশোরগঞ্জ নিউজ প্রতিনিয়ত ছুটছে খবরের পেছনে। পাঠকের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা নিয়ে গুরুত্ববহ সংবাদ নিঃসংকোচে প্রকাশ করে চলেছে।

আর মাত্র কদিন পর আগামী পহেলা জুন কিশোরগঞ্জ নিউজ পা রাখতে চলেছে প্রতিষ্ঠার ৬ষ্ঠ বছরে।

বর্ষপূর্তির এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে কিশোরগঞ্জ নিউজ তার পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের আরো কাছাকাছি যেতে চায়। হয়ে ওঠতে চায় তাদের সার্বক্ষণিক এক তথ্যসঙ্গী। জানতে চায় কিশোরগঞ্জ নিউজকে ঘিরে তাদের প্রাপ্তি-অপ্রাপ্তি, চাওয়া-পাওয়া আর ভাবনার কথা।

আমরা বিশ্বাস করি, প্রিয় পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের মতামত-ভাবনা আমাদের আগামী দিনের পথচলার পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সহায়ক বলে।

তাই আমাদের লিখুন। জানান আপনার প্রত্যাশা, ভাবনা কিংবা মতামত। ধরিয়ে দিন আমাদের ত্রুটি-বিচ্যুতিও। কেননা, আপনারাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি, সাহস ও প্রেরণা।

পাঠাতে পারেন আপনার ভিডিওবার্তাও।

আমরা আপনাদের কথা শোনার ও পড়ার অপেক্ষায় রইলাম।

নির্বাচিত লেখা প্রকাশিত হবে কিশোরগঞ্জ নিউজ এর ওয়েব পাতায়।

এছাড়া নির্বাচিত ভিডিওবার্তা প্রকাশিত হবে কিশোরগঞ্জ নিউজ এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ই-মেল: kishoreganjnews247@gmail.com

ফেসবুক পেজ ইনবক্স: ‘কিশোরগঞ্জ নিউজ’ এর অফিসিয়াল পেইজ facebook.com/kishoreganjnews

হোয়াটসঅ্যাপ নম্বর: +৮৮০১৮৪১৮১৫৫০০.

মুঠোফোন: +৮৮০১৮৪১৮১৫৫০০.

ইমু: ০১৭১৪৩৫৪৯৫০.


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর