কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা

 মিঠামইন সংবাদদাতা | ২৩ মে ২০২২, সোমবার, ৭:৪১ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে সোমবার (২৩ মে) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন। এতে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

কর্মশালায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম, জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা একে এম হারুন অর রশিদ, সহকারী প্রোগামার আনোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ, পল্লী বিদ্যুতের এজিএম মোহতামিম বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড়া. মাসরুফা তাসলীম, সমাজ সেবা কার্যালয়ের মেহেদী হাসান, পিআইও মোল্লা খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, যুব উন্নয়নের মামুন মজুমদার, তথ্য অফিসের তনুশ্রী ভৈৗমিক প্রমুখ।

কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচি, সবার জন্য বিদ্যুতায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর