কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদিঘী উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়। চলে দুপুর দুইটা পর্যন্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান আকন্দ'র সার্বিক তত্ত্বাবধানে এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
পরে পরীক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায় জানানো হয়।
এ সময় নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের সভাপতি। সব শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ বছর উরদিঘী উচ্চ বিদ্যালয় থেকে ১১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।