কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ৮:৩২ | বিশেষ সংবাদ 


নারী শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রশাসনসহ নানা শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে কিশোরগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ সদরের নগুয়াস্থ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিদ্যাপীঠ নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত সভায় মাদ্রাসার গভর্নিং বডি, এতিমখানার কার্যকরী কমিটি, বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। মতবিনিময়ে দেশের অন্যতম এ দ্বীনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নসহ শিক্ষা প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণসহ সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং নূরুল উলুম বালিকা আলিয়া মাদ্রাসা-এতিমখানার কার্যকরী কমিটির সভাপতি এনায়েত করিম অমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক দিলারা বেগম আসমা, মাদ্রাসা গভর্নিং বডির দাতা সদস্য মো. ওসমান গণি, উপাধ্যক্ষ নূরুন্নাহার বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।

সভার শুরুতে মাদ্রাসার অধ্যক্ষ মো. মুজিবুর রহমান মাদ্রাসা প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অবদান রেখেছেন সেইসব গুণীজন এবং মাদ্রাসায় কর্মরত ছিলেন প্রয়াত অধ্যক্ষ-শিক্ষকমণ্ডলীদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করেন।

মতিবিনিময়ে বক্তারা তথ্যপ্রযুক্তির এই যুগে দীর্ঘ পথপরিক্রমায় মাদ্রাসার বর্তমান অবকাঠানোসহ শিক্ষার মান উন্নয়ন নিয়ে হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি তারা বর্তমান গভর্নিং কমিটির নেতৃত্বে আগামী দিনে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম মাছুম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, নূরুল উলুম বালিকা আলিয়া মাদ্রাসা-এতিমখানার কার্যকরী কমিটির সদস্য এডভোকেট কামরুল ইসলাম বাবু, জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা গভর্নি বডির উপাচার্য কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী প্রতিনিধি রেজাউল করিম, ডি.জি কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. মাজহারুল হক ভূঁইয়া, মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী প্রতিনিধি মো. মাজহারুল হক (মাজহার মান্না), শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ নূরে আলম, নাসিমা আক্তার হোসাইন, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. সাইদুল ইসলাম খান, মো. হারুন অর রশিদ ও মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কমিটির সদস্যগণদের নিয়ে মাদরাসা গভর্নিং বডির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম মাদ্রাসার সংস্কার কাজের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত নূরুল উলুম আদর্শ মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসাটি বর্তমানে ইসলামি ও আরবি ইসলামি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান। মাদরাসাটিতে দাখিল ও আলিম বিজ্ঞান শাখাসহ প্রথম থেকে ফাজিল (ডিগ্রি) পর্যন্ত ছাত্রীরা পড়াশুনা করছেন।

ইতোমধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে দেশের সর্বত্র সুনাম কুড়িয়েছে। একসময় এই মাদরাসাটিকে দাখিল ও আলিম বোর্ড পরীক্ষার কেন্দ্র হিসেবে ঘোষণা করাসহ জাতীয় পুরস্কার পাওয়ার কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর