কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা হাওরের পানিতে ডুবে নিখোঁজ

 বিজয় কর রতন, মিঠামইন | ১৮ জুলাই ২০২২, সোমবার, ৯:০৬ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে মিঠামইন উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সুপারভাইজার মো. হুসাইন (৩৫) মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর কাছে জাল ‍দিয়ে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মো. হুসাইন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

ঘটনাস্থলে মিঠামইন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ রয়েছেন। তারা বিভিন্ন দিকে খোঁজাখুজি করছেন।

মিঠামইন নৌ-পুলিশের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জানান যায়, সোমবার (১৮ জুলাই) বিকালে মিঠামইন পল্লী বিদ্যুৎ এর সুপারভাইজার মো. হুসাইন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য অলওয়েদার সড়কের অষ্টগ্রাম রোডে দ্বিতীয় সেতুর নিকটে যান। সেখানে জাল ফেলতে গিয়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয়রা হাওরে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করছেন। ঘটনাস্থলে পানির প্রবল চাপ রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর