কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বিয়ের পাঁচদিন পরেই হাওরের পানিতে ডুবে মারা গেলেন হুসাইন হিমেল

 স্টাফ রিপোর্টার | ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার, ৩:০৭ | রকমারি 


গত ১৩ জুলাই মো. হুসাইন হিমেল (২৫) বিয়ে করেন। এর চারদিন পর রোববার (১৭ জুলাই) কর্মস্থল কিশোরগঞ্জের মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে যোগদান করেন তিনি। এর পরেরদিনই সোমবার (১৮ জুলাই) বিকালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি।

সোমবার (১৮ জুলাই) বিকালে মো. হুসাইন অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতুর পূর্ব পাশে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর খবর পেয়ে মিঠামইন নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত ১১টায় কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়।

রাতে প্রবল পানির চাপের কারণে উদ্ধার তৎপরতা বন্ধ ছিল।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোর থেকে উদ্ধার তৎপরতা পুনরায় শুরু করা হয়। এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে সেতুর নিকটে বক্স কালভার্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মো. হুসাইন হিমেল সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরহাসান গ্রামের নূর হোসেনের ছেলে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর