কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে খুন

 স্টাফ রিপোর্টার | ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ২:৫৬ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) সকালে উপজেলর বুরুদিয়া ইউনিয়নের মধ্য মান্দারকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত নাসির উদ্দিন মধ্যমান্দারকান্দি গ্রামের আব্দুল করিম ওরফে মঙ্গলের ছেলে।

অন্যদিকে চাচাতো ভাইয়ের খুনে অভিযুক্ত স্বপন মিয়া ঘটনার পর পরই গাঢাকা দিয়েছে। তার পিতার নাম আব্দুল বাতেন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্য মান্দারকান্দি গ্রামের দুই সহোদর আব্দুল করিম ওরফে মঙ্গল এবং আব্দুল বাতেন মিয়ার ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে নাসির উদ্দিন কলার ছড়ি কাটলে গেলে চাচাতো ভাই স্বপন মিয়া তাকে বাধা দেয়।

এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বপন মিয়া দা দিয়ে নাসির উদ্দিনের ঘাড়ে কোপ মারে। এতে নাসির উদ্দিনের গলা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে ঘাতক স্বপন মিয়া ঘটনার পর পরই গাঢাকা দেওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ।

ওসি মো. সারোয়ার জাহান জানান, ঘাতক স্বপন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর