কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। এছাড়া শিয়ালের কামড়ে একটি ছাগলও আহত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া ও ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩১ আগস্ট) সকালে কোদালিয়া গ্রামে হঠাৎ করে একটি পাগলা শিয়াল গ্রামে হানা দেয়। এসময় কোদালিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী লাভলী (৪২) শিয়ালের কামড়ে গুরতর আহত হয়।
তাঁর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এছাড়া একই এলাকার জহুরুল ইসলামের মেয়ে মোছা. জান্নাতুল (২), শরিফ মিয়ার স্ত্রী মুন্নী (২১), শাফি উদ্দিনের ছেলে জাকির (৩০), ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মাসুদা (৩৫) কে শিয়াল কামড়ে আহত করে।
আহত এই চারজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোদালিয়া গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, পাগলা শিয়ালের কামড়ে কোদালিয়া গ্রামের চারজন এবং ঘাগড়া গ্রামের একজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
এছাড়া একটি ছাগলকে শিয়াল কামড়ে আহত করেছে।
এ পরিস্থিতিতে গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে পাগলা শিয়ালটিকে আটকে মেরে ফেলেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা. ফারুক জানান, জান্নাতুল, মুন্নী, জাকির ও মাসুদা এই চারজনকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে।