কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে বজ্রপাতে পাঁচ সন্তানের জননীর মৃত্যু

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৫ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৬:২৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে বজ্রপাতে নূরুন্নাহার (৪০) নামের পাঁচ সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামে বজ্রপাতে এ নিহতের ঘটনাটি ঘটে।

নিহত নূরুন্নাহার চর হাজিপুর গ্রামের খান বাড়ির মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

স্বজনেরা জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশ থেকে গরু আনতে যান নূরুন্নাহার। হঠাৎ বজ্রপাতে তিনি সেখানে লুটিয়ে পড়েন।

স্বজনেরা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ আল শামীম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বজ্রপাতে গৃহবধূর শরীরের অর্ধাংশ পুড়ে যায়।

ওই বাড়ির শিক্ষক আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, নয় মাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার স্বামী রফিকুল ইসলাম মারা যান। আজ তার স্ত্রী-ও মারা গেল। পাঁচ সন্তানের মধ্যে বড় মেয়ের বিবাহ হলে অন্যরা এখনো ছোট ছোট। এ পরিস্থিতিতে পরিবারটি অসহায় হয়ে পড়লো।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর