কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশার (ইজিবাইক) ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইরাজ মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইরাজ খয়রত গ্রামের মৃত কালার বাপের ছেলে।
তিনি এলাকায় তার অটোরিকশায় ভাড়ায় যাত্রী পরিবহন করে সংসার চালাতেন।
এলাকাবাসী ও মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (৭ সেপ্টেম্বর) সারাদিন অটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে এসে অটোরিকশাটির ব্যাটারিতে বিদ্যুতের প্লাগ লাগিয়ে নিচে শুয়ে গাড়ির ত্রুটি সারাচ্ছিলেন ইরাজ মিয়া।
এ সময় লোডশেডিং চলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় অটোরিকশার নিচেই তিনি বিদ্যুতায়িত হন।
এ সময় তার স্ত্রী বিদ্যুতের লাইন বন্ধ করে অটোরিকশার নিচ থেকে তাকে টেনে বের করেন। পরে অচেতন অবস্থায় তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গরিব পরিবারের সন্তান মৃত ইরাজ মিয়া তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তিন বছর আগে একই গ্রামে তিনি বিয়ে করেন। মোনালিসা নামে এক বছর বয়সী তার এক শিশু সন্তান রয়েছে।
ইরাজ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।