কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ৫:১১ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে হত্যা মামলার এক আসামিকে হত্যাকাণ্ডের ১৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির নাম হবি মিয়া (৫০)। সে উপজেলার তারাপাশা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার গোরস্থান গেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হোসেনপুর থানা পুলিশের এসআই রেজাউল করিম ও এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ২০০৫ সালে তারাপাশা গ্রামে রস্তম আলী খুন হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হাতিম মিয়া বাদী হয়ে হবিসহ কয়েকজনের নামে হোসেনপুর থানায় হত্যা মামলা (নং-০৪(২)২০০৫) করেন।

আদালত থেকে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে হবি মিয়া পরিবারের লোকজনসহ আত্মগোপনে চলে যায়।

পরবর্তী সময়ে সে বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে দিনমজুরির কাজ করতো।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হবি মিয়ার সন্ধানে হোসেনপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ডোর টু ডোর অপারেশনের অংশ হিসেবে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর