কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াডের কিশোরগঞ্জ জেলা মিটআপ

 স্টাফ রিপোর্টার | ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৯:০০ | সংগঠন সংবাদ 


‘আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড (বিসিও) এর কিশোরগঞ্জ জেলা কমিটির মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটনে এ মিটআপ অনুষ্ঠিত হয়।

মিটআপে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড (বিসিও) কিশোরগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন সাব্বির।

মিটআপের সার্বিক কার্যক্রম পরিচালনায় ছিলেন জেলা সহকারি কো-অর্ডিনেটর মাহতাব আজমাঈন রিফাত।

এছাড়া জেলা টিমের অন্যদের মধ্যে স্কুল টিম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, কলেজ টিম ম্যানেজার মাহফুজা আক্তার লিজা, ন্যাশনাল ইউনিভার্সিটি টিম ম্যানেজার ফয়সাল আহমেদ রনি, পলিটেকনিক টিম ম্যানেজার সুমিতা ইসলাম, মাদ্রাসা টিম ম্যানেজার শারমিন আশা প্রমুখ উপস্থিত ছিলেন।

মিটআপে অন্যদের মধ্যে জেলার প্রতিটি উপজেলা থেকে আগত উপজেলা কো-অর্ডিনেটর এবং তাদের টিম উপস্থিত ছিল।

তারা সংগঠনের পরিচালক গাজী মিজানুর রহমান ও শাকিল আল আমিন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদের ধন্যবাদ জানান।

তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হচ্ছেন এবং অন্যকে সচেতন করবেন বলে মিটআপে প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রোগ্রামে বেস্ট অফ দ্যা মান্থ ও কনটেস্ট এর ঘোষণা করা হয়। বিজয়ীদের বই উপহার দেয়া হয়।

এছাড়া সকল উপজেলা টিম মেম্বারদের সাধারণ জ্ঞান এর কুইজ কনটেস্ট রাখা হয়। কুইজের ১০ জন বিজয়ীকে উপহার হিসেবে কলম দেয়া হয়।

কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর