কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ আহত ১৫

 হুমায়ুন কবির, পাকুন্দিয়া | ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ৭:২৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কুকুরের কামড়ে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী এবং সুখিয়া ইউনিয়নের সুখিয়া গ্রামে কুকুরের আক্রমণে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বড় আজলদী গ্রামের খোকনের স্ত্রী রহিমা খাতুন (৩০), একই গ্রামের লিটনের স্ত্রী নুরুন্নাহার (২৮), রবির স্ত্রী কল্পনা (৭০), বুরহান উদ্দিনের স্ত্রী মিনা (৪০), মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা (৩৫), আগরপাট্রা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী মিরছিমা (৭০), সুখিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০), শুকুর মাহমুদের ছেলে ইব্রাহিম (২৫), আব্দুর রহিমের ছেলে ইয়াছিন (১৫), উপজেলার চরফরাদী ইউনিয়নের চরকোর্শা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী সাহেরা খাতুন (৪০)।

পরে উত্তেজিত জনতা সকাল সাড়ে দশটার দিকে বড় আজলদী গ্রামে পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন না থাকায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. প্রবাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর