কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৩:৪৭ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।

উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শওকত উসমান, সহকারী কমিশনার (ভুমি) মো. জালাল উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, উপজেলা যুবলীগের আহবায়ক শারফুল কাদের মনি প্রমূখ।

অত্যন্ত আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ফাইনাল খেলায় বালক দল টাইব্রেকারে চান্দপুর হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে আচমিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালিকাদের দল দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বীরনোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারী ছাড়াও সর্বসাধারণ খেলা উপভোগ করেন।

পরে প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি পুরস্কার বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর