কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে মো. সাজিদ নামে চার বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের সুলতাননগর গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর এ ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয় শিশু সাজিদ সুলতাননগর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আজহারুল ইসলাম বকুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২১ অক্টোবর) জুমার নামাজের আগে উঠানে খেলছিল শিশুটি। পরিবারের লোকজনের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পিছনে ডোবার পানিতে পড়ে যায়।
শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর দুইটার দিকে বাড়ির পিছনের ডোবায় ওই শিশুর মরদেহ পাওয়া যায়।