কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ২:১৬ | কটিয়াদী 


‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) কটিয়াদী মডেল থানার আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক কটিয়াদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মাস্টার, ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক রাজু, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, ওবায়দুল্লাহ আকন্দ ভুবন প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর