কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল কাদির ফকিরের ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ৪ নভেম্বর ২০২২, শুক্রবার, ৮:৩৩ | শোক সংবাদ 


সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির ফকির আর বেঁচে নেই। তিনি শুক্রবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম হারুয়াস্থ মরহুমের নিজ বাসভবনে ছুটে যান নানা শ্রেণি পেশার মানুষ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত আব্দুল কাদির ফকিরের তিন সন্তানের মধ্যে বড় ছেলে আব্দুল আল রাফিন ৩৪তম বিসিএস কর্মকর্তা। বর্তমানে তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজে প্রভাষক (রসায়ন) পদে কর্মরত।

দ্বিতীয় ছেলে কৃষিবিদ ফাহিমুল আরেফীন ৩৬তম বিসিএস কর্মকর্তা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তা পদে কর্মরত।

তৃতীয় ছেলে ফয়সাল আহমেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

শুক্রবার (৪ নভেম্বর) বাদ এশা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে মরহুম আব্দুল কাদির ফকিরের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁর লাশ পাগলা মসজিদসংলগ্ন গোরস্থানে দাফন করা হয়েছে।

কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির ফকির এঁর মৃত্যুতে দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা মাজহার মান্না গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও রাজনৈতিক, সোনালী ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর