বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিবালোক সিংহ বলেছেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় ফিরিয়ে আনতে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংগ্রাম জোরদার করতে হবে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাইজখাপন শাখা এ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মাইজখাপন শাখার সম্পাদক কমরেড অর্জুন চক্রবর্তী।
জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কমরেড এডভোকেট এম এনামুল হক।
জনসভা সঞ্চালনা করেন কমরেড কামরুল আহসান খান জুয়েল।
বক্তাগণ বর্তমানে চলমান রাজনৈতিক অচলাবস্থা, দুঃশাসন, লুটপাট, দূর্নীতি, বিদেশে অর্থ পাচার, ব্যাংক খালি করে ফেলা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবনের দূরবস্থার বিস্তারিত ব্যাখা দিয়ে দুঃশাসনের অবসান, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা চালুসহ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিকল্প রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক কমরেড শাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে গণসঙ্গীত পরিবেশন করা হয়।