কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ সদরের পল্লীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, পরিবারে আহাজারি

 স্টাফ রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৮:০৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে গাগলাইল গ্রামে নালার পানিতে ডুবে অর্ক (৪) ও সিয়াম (৫) নামে দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, অর্কের মা জুয়েনা বেগমের বিয়ে হয়েছিল করিমগঞ্জের ন্যামতপুর বাজারের ব্যবসায়ী মাহফুজ মিয়ার কাছে। তিন মাস পূর্বে জুয়েনা বেগমের মৃত্যু হলে তার দুই ছেলে মাশরুম (৫) ও অর্ক (৪) গাগলাইল গ্রামে নানীর বাড়িতে চলে আসে। এখানে থেকে তারা লেখাপড়া করতো।

অন্যদিকে সিয়ামের বাবা মাসুদ মিয়া মৃত জুয়েনার চাচাতো ভাই।

মাশরুম, অর্ক ও সিয়াম এক সাথে খেলাধুলা করতো। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে নানীর অগোচরে তিন শিশু ঘুরতে বের হয়।

এক পর্যায়ে গ্রামের দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালার কাছে গিয়ে অর্ক ও সিয়াম নালায় পড়ে যায়।

দুই শিশু নালায় পড়ে গেলে অর্কের বড় ভাই মাশরুম দৌড়ে গিয়ে নানীর কাছে পানিতে পড়ে যাওয়ার খবর দিলে বাড়ির লোকজন গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

এছাড়া খোঁজাখুজির এক পর্যায়ে পানির নিচ থেকে অর্কের নিথর দেহ উদ্ধার করে।

দ্রুত তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। অর্কের নানী-মামা, সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর