কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে রাষ্ট্রপতির জন্মদিনে কোরআন খতম ও দোয়া

 স্টাফ রিপোর্টার | ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ৮:১৮ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এঁর ৮০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন মসজিদে কোরআন খতম এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া, মহিনন্দ ও রশিদাবাদ ইউনিয়নের মোট ১০টি মসজিদে রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের অনুসারীদের পক্ষ থেকে কোরআন খতম এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে রাষ্ট্রপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

‘ভাটির শার্দুল’ খ্যাত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনের কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বাধীনতা পদকে ভূষিত মো. আবদুল হামিদ ইতিহাস গড়ে টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর