কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ‘টেকআউট কিচেন’ উদ্বোধন

 স্টাফ রিপোর্টার | ৪ জানুয়ারি ২০২৩, বুধবার, ৬:৫৪ | অর্থ-বাণিজ্য 


কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকার গুরুত্বপূর্ণ ঈশাখাঁ রোডের আলহাজ্ব হুমায়ুন কবির প্লাজার দ্বিতীয় তলায় ‘টেকআউট কিচেন’ নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট বুধবার (৪ জানুয়ারি) যাত্রা শুরু করেছে।

বিকালে আনষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। দোয়া, আলোচনা এবং কেক ও ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, এনএসআই এর উপপরিচালক মীর ইকবাল হোসেন, কিশোরগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি বাদল রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, ছড়াকার ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ই্ংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, কিশোরগঞ্জ ক্যাবল নেটওয়ার্ক (কেসিএন) এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান শোয়েব, কাউন্সিলর ইয়াকুব সুমন, জেলা পরিবহন মালিক সমিতির সাবেক আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘টেকআউট কিচেন’ এর অন্যতম স্বত্ত্বাধিকারী মো. মনির হোসেন নতুন এই রেস্টুরেন্টের শুভযাত্রায় সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, রাজনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর