কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৭ জানুয়ারি ২০২৩, শনিবার, ৮:২০ | কিশোরগঞ্জ সদর 


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষক সমিতির কিশোরগঞ্জ জেলা সম্মেলন শনিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ত্রি-বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট এস এম এ সবুর।

কৃষক নেতা ডা. এনামুল হক ইদ্রিছের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ডা. আবিদ হোসেন।

কৃষক নেতা মোস্তফা কামাল নান্দু সরকারের সঞ্চালনায় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বাসদ জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম ছাত্তার, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান প্রমুখ।

এতে অন্যদের মধ্যে জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমান, ডা. হাবিল প্রমুখ বক্তব্য রাখেন।

পরে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে ডা. এনামুল হক ইদ্রিছকে সভাপতি, মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ কৃষক সমিতির ২৫ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।

সম্মেলন উদ্বোধনের আগে শাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে একটি সাংস্কৃতিক দল গণসঙ্গীত ও জাগরণী সঙ্গীত পরিবেশন করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর