কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে ছমির-হালিমা ট্রাস্টের উপহার

 সাখাওয়াত হোসেন হৃদয় | ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ৪:৫৮ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে উপহার হিসেবে কম্বল দেওয়া হয়েছে। রোববার (২২ জানুয়ারি) সকালে পৌরসদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ছমির-হালিমা ট্রাস্টের উদ্যোগে এসব শীতবস্ত্র বীর ‍মুক্তিযোদ্ধাদের উপহার দেওয়া হয়।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. হুমায়ুন কবীর, ছমির-হালিমা ট্রাস্টের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যদিকে দুপুরে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের শীতার্ত এক হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ছমির-হালিমা ট্রাস্ট।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর