কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে মতবিনিময় সভা

 স্টাফ রিপোর্টার | ২৯ জানুয়ারি ২০২৩, রবিবার, ৭:২১ | সংগঠন সংবাদ 


তামাকজাত দ্রব্যের সবধরনের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেকহোল্ডারদের করণীয় বিষয়ে কিশোরগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের কালীবাড়ি মার্কেটে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু।

এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রতিপাদ্য বিষয় সম্পর্কে বিশদ আলোকপাত করেন নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ।

পরে আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিক, সিনিয়র সাংবাদিক সোহেল চৌধুরী, আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। আর এটি বাস্তবায়নে ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে সিগারেট বিক্রয় নিষিদ্ধ করাসহ তামাকজাত দ্রব্যের সবধরনের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা প্রতিরোধ এবং ব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে নাটাব ফিল্ড অফিসার, জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আসলামুল হক আসলাম ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর