কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে হীরা মিয়া (২৭) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত হীরা মিয়া হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের রফিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, হীরা মিয়া পৌর এলাকায় মাদক সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার ওসি মো. আদুজ্জামান টিটু, এসআই শরীফুল মিয়াসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।
আটককৃত হীরা মিয়া মাদক সেবনের দায় স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক তাকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।