কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ফজলুল হক আর নেই

 স্টাফ রিপোর্টার | ২২ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৬:৪৭ | শোক সংবাদ 


কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার মো. ফজলুল হক আর বেঁচে নেই। তিনি বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম হারুয়াস্থ মরহুমের নিজ বাসভবনে ছুটে যান নানা শ্রেণি পেশার মানুষ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত হাজী ফজলুল হকের দুই সন্তানের মধ্যে বড় ছেলে ডা. মোশাররফ হোসেন মারুফ জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)। দ্বিতীয় ছেলে ডা. তাছাদ্দুক হোসেন ইয়াছিন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের হোমিও মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাদ এশা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে মরহুম ফজলুল হকের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

পরে প্রয়াতের মরদেহ নিয়ে যাওয়া হবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের বাড়িতে। সেখানে রাত ১০টার দিকে বাড়ির প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোক: কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ফজলুল হকের মৃত্যুতে দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জের নিজস্ব সংবাদদাতা মাজহার মান্না গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া সোনালী ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর